জয়পুরহাটের কালাইয়ে জমির আইল দেওয়াকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৯
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে বাবার সম্পত্তি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংর্ঘষের ঘটনায় নারী-পুরুষসহ ৯ জন আহত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের চাকলমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রিনা খাতুন (৩০)কে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার চাকলমুয়া গ্রামের মৃত তায়েব উদ্দিন মন্ডলের দুই ছেলে মতলেব হোসেন ও রেজাউল হোসেন। এছাড়া মতলেবের দুই ছেলে একরামুল ও এনামুল হক, স্ত্রী রেবেকা বেগম, ছেলের বউ ছেলিনা খাতুন, ভাবী শায়েস্তা বিবি, ভাতিজা শামীম হোসেন ও মেয়ে রিনা খাতুন। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) দিপেন্দ্রনাথ সিংহ।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, বাবার ২০ শতাংশ জমি নিয়ে দুই ভাই মতলেব হোসেন ও রেজাউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রেজাউল তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে ওই জমিতে গিয়ে আইল দিতে থাকে। খবর পেয়ে বড় ভাই মতলেব হোসেন তার স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে মাঠের মধ্যে গিয়ে বাধা দেয়।
আরও পড়ুনএ সময় দুই ভাইয়ের মধ্যে আইল দেওয়া নিয়ে কথাবার্তা চলছিল। হঠাৎ করে দুই ভাইয়ের ছেলেরা বাবা-চাচার কথা বলার মধ্যেই উত্তেজিত হয়ে লাঠি, হাঁসুয়া ও লৌহার রড নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের নারী-পুরুষসহ ৯ জন আহত হয়।
সংর্ঘষের ঘটনায় ৯ জন আহতের বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) নিপেন্দ্রনাথ সিংহ বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দাখিল করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







