ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ রাত

মেসি জ্বরে কাঁপছে কলকাতা

ছবি: সংগৃহীত, মেসি জ্বরে কাঁপছে কলকাতা

স্পোর্টস ডেস্ক : ফুটবলের জাদুকর লিওনেল মেসির আগমন ঘিরে উন্মাদনায় ভাসছে ভারতীয় মহানগরী কলকাতা। ‘ফুটবলের ঈশ্বর’কে মনে করা এই আর্জেন্টাইন মহাতারকার ‘জি.ও.এ.টি ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম গন্তব্য সিটি অব জয়। মেসি পা রাখার দুদিন আগেই শহরের অলিগলি জুড়ে তাঁর বিশাল কাটআউট, ব্যানার ও পোস্টার শোভা পাচ্ছে। ধারণা করা হচ্ছে, মেসি যে কয়েক ঘণ্টা কলকাতায় কাটাবেন, সেই সময় শহর প্রায় অচল হয়ে যাবে।

এটি মেসির দ্বিতীয় কলকাতা সফর। ২০১১ সালে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে প্রথমবার এসেছিলেন তিনি। এর আগে এই শহর পেলে, দিয়েগো ম্যারাডোনা, অলিভার কানসহ বহু বিশ্বকাপজয়ী ও কিংবদন্তি ফুটবলারকে গ্রহণ করেছে। সল্ট লেক স্টেডিয়ামেই পেলের নিউইয়র্ক কসমস, কানের বায়ার্ন মিউনিখ এবং পরবর্তী সময়ে ম্যারাডোনার সফর ঘিরেও এমনই উন্মাদনা দেখা গিয়েছিল।

এবারও মেসির মূল অনুষ্ঠান হবে সল্ট লেক স্টেডিয়ামে। থাকছে কনসার্ট ও সেলিব্রিটি ম্যাচ, যেখানে অংশ নেবেন সৌরভ গাঙ্গুলি, বাইচুং ভুটিয়া ও লিয়েন্ডার পেজ।

আরও পড়ুন

সাম্প্রতিক বছরগুলোতেও কলকাতার ফুটবলপ্রেমের ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে এমিলিয়ানো মার্টিনেজ, লোথার ম্যাথ্যুসদের সফরে। এবার সেই আবেগের কেন্দ্রবিন্দু মেসি।

কলকাতার ফ্রিল্যান্স ফটোগ্রাফার দেবজ্যোতি ধর বলেন,
“আমরা সবাই তার জন্য পাগল। প্রায় দুই দশক ধরে মেসিকে অনুসরণ করছি। তাকে এক ঝলক দেখার জন্যই ১১ হাজার ৮০০ রুপি দিয়ে গ্যালারির সেরা আসনের টিকিট কিনেছি—আমার জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ১০ আমল

‘লিজেন্ডারি খেলোয়াড়’ সম্মাননা পেলেন পেসার মারুফা

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারসামগ্রী সরানোর নির্দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার

৩০ ফুট গভীরে একাধিকবার ক্যামেরা পাঠিয়েও দেখা যায়নি শিশু স্বাধীনকে

নির্বাচনে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বি হলেন তার শিক্ষক