রংপুর-১ আসনে মামুন পেলেন এনসিপির মনোনয়ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের একাংশ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল মামুন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে এনসিপি। তালিকায় রংপুর-১ আসনে আল মামুনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বুড়িরহাট এলাকায় আল মামুনের বাড়ি। গত ২ ডিসেম্বর তিনি এনসিপির রংপুর জেলা কমিটির আহ্বায়ক হন। এর আগে ২০১৯ সালে জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক, ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ২০২৪ সালের ১৬ অক্টোবর তিনি ছাত্র সমাজের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
আরও পড়ুনআল মামুন বলেন, ১৩ জুলাই তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং জাতীয় পার্টিকে সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানান। দলটি সাড়া না দিলে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তিনি।
মন্তব্য করুন








