ভিডিও বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৩ দুপুর

চ্যাম্পিয়ন্স লিগ : বায়ার্ন-অ্যাতলেতিকোর জিতলেও, চেলসির হার

চ্যাম্পিয়ন্স লিগ : বায়ার্ন-অ্যাতলেতিকোর জিতলেও, চেলসির হার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ আর অ্যাতলেতিকো মাদ্রিদ। বায়ার্ন ৩-১ গোলে হারিয়েছে স্পোর্টিং লিসবনকে, পিএসভি’র বিপক্ষে ৩-২ গোলে জিতেছে অ্যাতলেতিকো। তবে আটালান্টার কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে চেলসি। অ্যালিয়েঞ্জ এরেনায় দাপট দেখানো ম্যাচে ৫৪ মিনিটে জসুয়া কিমিচের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। এরপর ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিশ্চিত করে জার্মান ক্লাবটি। ৬৫ মিনিটে সার্জে জিনাব্রি, ৬৯ মিনিটে লেনার্ট কারি এবং ৭৭ মিনিটে গোল পান জোনাথান তাহ। 

৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে বায়ার্ন। ১০ পয়েন্টি নিয়ে ১৩ নম্বরে স্পোর্টিং লিসবন।এদিকে পিএসভির মাঠে হয়েছে হাডাহাড্ডি লড়াই। ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে ১০ মিনিটের মাথায় গুস টিল এগিয়ে দেন স্বাগতিকরা। ৩৭ মিনিটে অ্যাতলেতিকোকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেজ। ৫২ মিনিটে ডেভিড হেঙ্কো এবং ৫৬ মিনিটে আলেকজান্ডার সোরলোথ গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অ্যাতলেতিকোকে। ৮৫ মিনিটে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন রিচার্ড পেপি। যদিও শেষ রক্ষা হয়নি পিএসভির। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।

আরও পড়ুন

এতে ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অ্যাতলেতিকো। ৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে পিএসভি।অন্যদিকে আটালান্টার মাঠে গিয়ে হার দেখেছে চেলসি। এই ম্যাচেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ২৫ মিনিটে হোয়াও পেদ্রোর গোলে এগিয়ে গিয়েছিল চেলসিই। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আটালান্টা। ৫৫ মিনিটে জিয়ালুকা স্মাকাকা এবং ৮৩ মিনিটে চার্লস ডি কেটেলেরে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে জয় এনে দেন। এতে ৬ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে উঠে এসেছে আটালান্টা। ১০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে চেলসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগ : বায়ার্ন-অ্যাতলেতিকোর জিতলেও, চেলসির হার

পুলিশি নিরাপত্তায় আল আকসা মসজিদে ইহুদিদের প্রবেশ

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার খেতাব জিতে মেসির ইতিহাস

 জেলেনস্কি যুদ্ধকে ব্যবহার করছে নির্বাচন না করার জন্য : ট্রাম্প

খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন শেখ হাসিনা : ভারতীয় সংবাদমাধ্যম 

সালাহবিহীন লিভারপুলের ইন্টার জয়