ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিলের দলের খেলা স্থগিত
স্পোর্টস ডেস্ক : আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আর্জেন্টিনা ও ব্রাজিলের দলের মধ্যে শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আয়োজকদের অব্যবস্থাপনার কারণে তা তা স্থগিত করা হয়েছে। মূলত বিশৃঙ্খলার কারণে চলমান লাতিন-বাংলা সুপার কাপের শেষ ম্যাচ স্থগিত ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিনের আজ মঙ্গলবার সইকৃত চিঠিতে আয়োজক এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের কথা বলা হয়েছে।
এখানে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। আয়োজকরা ম্যাচ টিকিট বিক্রির ৫০ ভাগ অর্থ দেয়নি ও ম্যাচের পর স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্নতা করেনি। স্পন্সরশিপ ও সম্প্রচার সত্ত্ব নিয়েও কিছু জানায়নি। তাই ম্যাচ স্থগিতের পাশাপাশি ৯ ডিসেম্বরের বিকাল ৪টার মধ্যে টিকিট বিক্রির ৫০ ভাগ টাকাসহ সব হিসেব দিতে বলা হয়েছে। এছাড়া সোমবার রাতে ম্যাচ চলাকালীন জাতীয় স্টেডিয়ামে টি স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক রুবেল রেহানের ওপর বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মীরা হামলা চালায়। ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি ভালোভাবে নেয়নি। ম্যাচ স্থগিতের পেছনে এটাও বড় কারণ হিসেবে চিঠিতে বলেছে মন্ত্রণালয়।
আরও পড়ুনএদিকে আয়োজক এএফবি বক্সিং প্রমোশন দুই লিজেন্ড কাফু ও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিলেও আদতে তারা আসছেন না বললেই চলে।
মন্তব্য করুন






_medium_1765219456.jpg)

