খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিভিন্ন স্থানে দোয়া
করতোয়া ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠন আজ রোববার (৭ ডিসেম্বর) দোওয়া মাহফিলের আয়োজন করে। করতোয়ার প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে করতোয়া ডেস্ক রিপোর্ট।
আজ রোববার (৭ ডিসেম্বর) বাদ জোহর বগুড়ার গাবতলী সুখানপুকুরের ধলিরচর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার সুখানপুকুর ইউনিয়ন নির্বাচন কমিটির আয়োজনে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ইউনিয়ন নির্বাচন কমিটির উপদেষ্টা আফছার আলী, আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মোস্তাফিজার রহমান মোস্তা, সদস্য সুমন মিয়া, মাহফুজার রহমান মানু, নজরুল ইসলাম, ইমরান হোসেন, সুলতান মাহমুদ, ইয়াছিন আলী, ফুয়াদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মানিক মিয়া, শফিকুল ইসলাম, আরমান ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, ছাত্রদল নেতা আব্দুল মোতালেব প্রমুখ। শেষে হেলালুজ্জামান তালুকদার লালু স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
এরপর মহিলা কর্মীদের নিয়ে ধানের শীষের নির্বাচনি প্রচারণা ও লিফলেট বান্ডিল বিতরণকালে বক্তব্য রাখেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহমিনা আক্তার রুমাসহ মহিলা কর্মীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় শাজাহানপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৭ ডিসেম্বর) বাদ যোহর মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রামানিকের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা আতিকুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি।
আরও উপস্থিত ছিলেন আরআরএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মন্ডল, চোপিনগর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আকতার, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসান, চোপিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, মানিকদিপা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিবৃন্দ।
আরও পড়ুনকাহালু (বগুড়া) প্রতিনিধি : খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ার কাহালুতে বিশেষ দোয়া মাহ্ফিল করা হয়েছে। বাদ যোহর কাহালু উপজেলা সদরে অবস্থিত কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম’পি মোশারফ হোসেনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন,সাবেক বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এম.আর ইসলাম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মো.আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, মালঞ্চা ইউ’পি চেয়ারম্যান নেছার উদ্দিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, দুর্গাপুর ইউ’পি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রনজু, কালাই ইউ’পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, পৌর যুবদলের খোকন খান, মোহাম্মাদ আলী সুমন, উপজেলা যুবদলের আকতার আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আবুল কালাম আজাদ তালুকদার, ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের রাসেল আহম্মেদ ফাহিম, রিমন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবকদলের মোস্তাকিন আহম্মেদ, আবু জর আল গোফারী, নাজমুস শাহাদত নয়ন, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মী সহ উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাহালু’র ওয়াজিন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ নিজামী।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা সদরে হাজি তাছের আহমেদ মহিলা কলেজে প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু। এসময় বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক মিজানুর রহমান, আবু মোতালেব, তাহরিমা আহমেদ রিমুসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে অসুস্থ্য বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে ধানের শীষে ভোট চাইলেন জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান। শনিবার সন্ধ্যায় বালিঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে বীরনগর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত সাধারণ ভোটারদের নিকট নেত্রীর সুস্থ্যতায় দোয়া ও আর্শিবাদ প্রার্থনা করেন তিনি।
বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন সরকার রাশেদুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ ওহাব, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবুসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক নেতা কাশেম চৌধুরীর কবর জিয়ারত ও তার আত্মার মাগফেরা কামনা করা হয়।
মন্তব্য করুন







