শেষ মুহূর্তের নাটকীয়তায় আর্সেনালকে হারাল অ্যাস্টন ভিলা
স্পোর্টস ডেস্ক : শেষ বাঁশির ঠিক আগে এমিলিয়ানো বুয়েন্দিয়ার নাটকীয় গোলেই থেমে গেল আর্সেনালের টানা অপরাজেয় যাত্রা। শনিবার ভিলা পার্কে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে অ্যাস্টন ভিলা ২-১ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দলকে, ভেঙে দিয়েছে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার দুর্দান্ত ধারা।
ম্যাচের একদম শেষ মিনিটে আর্সেনালের ডি-বক্সে তীব্র চাপ সৃষ্টি করে ভিলা। কয়েক দফা চেষ্টা করেও বল ক্লিয়ার করতে না পারায় তৈরি হয় বিশৃঙ্খলা। জটলার মধ্য থেকে বল পেয়ে বুয়েন্দিয়ার শক্তিশালী শট চোখের পলকে জালে জড়াতেই উন্মাদনায় ফেটে পড়ে ভিলা পার্ক; নির্বাক হয়ে যায় আর্সেনাল।
গত কয়েক মৌসুম ধরে ভিলার বিপক্ষে ব্যর্থতার ধারা কাটাতে পারেনি লন্ডনের ক্লাবটি। ২০২৩–২৪ মৌসুমে দুই লেগেই হার ছিল তাদের, যার প্রভাব পড়েছিল শিরোপা লড়াইয়েও। আগের মৌসুমেও নিজেদের মাঠে হোঁচট খেয়েছিল আর্তেতার দল।
এদিন ৩৬তম মিনিটে ম্যাটি ক্যাশের দারুণ গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের সামনে বারবার ব্যর্থ হয় আর্সেনাল।
তবে বিরতির পরই সমতায় ফেরে অতিথিরা। ৫২তম মিনিটে বুকায়ো সাকার শট ফেরাতে ব্যর্থ হন মার্তিনেস, আর ফিরতি বলে ঠাণ্ডা মাথায় গোল করেন লিয়ান্দ্রো ত্রোসার। এরপর উভয় দলের সামনে তৈরি হয় আরও বেশ কয়েকটি সুযোগ, কিন্তু কেউই গোলের দেখা পাচ্ছিল না।
আরও পড়ুন৮৭তম মিনিটে কৌশলগত পরিবর্তন আনেন ভিলা কোচ উনাই এমেরি। ক্যাশকে তুলে নামান বুয়েন্দিয়াকে—আর সেই বদলি খেলোয়াড়ই যোগ করা সময়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন। বক্সে পরপর কয়েকটি শট প্রতিহত হওয়ার পর সঠিক জায়গায় দাঁড়িয়ে জোরাল শটে নির্ণায়ক গোল করেন তিনি। ভিএআরের নিশ্চিতকরণের পর শুরু হয় স্মরণীয় উদযাপন।
এই জয়ে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে জয়ের ধারায় ভিলা, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত তারা। ১৫ ম্যাচে ভিলার সংগ্রহ ৩০ পয়েন্ট।
সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
মন্তব্য করুন




_medium_1765027967.jpg)



