জয়সোয়ালের সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত
স্পোর্টস ডেস্ক : কুইন্টন ডি ককের ঝড়ো সেঞ্চুরিও শেষ পর্যন্ত বিফল। দক্ষিণ আফ্রিকা ২৭০ রানের মাঝারি সংগ্রহই দিতে পেরেছিল প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদিপ যাদবের দারুণ বোলিংয়ে। সেই লক্ষ্য ৯ উইকেট ও ৬১ বল হাতে রেখেই উড়িয়ে দিল ভারত।
বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জয়সওয়াল–রোহিতের দারুণ ওপেনিং জুটি ভারতকে দেয় জয়ের মজবুত ভিত্তি। ১৫৫ রানের উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ৭৩ বলে ৭৫ করে ফিরলেও থামেননি জয়সওয়াল। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ১২১ বলে ১১৬* রান করেন তিনি (১২ চার, ২ ছক্কা)। কোহলি খেলেন ৪৫ বলে অপরাজিত ৬৫ রান।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিকরা।
আরও পড়ুনএর আগে ২০ ম্যাচ পর অবশেষে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। ডি কক একাই লড়াই করেন—৮০ বলে সেঞ্চুরি, ৮৯ বলে ১০৬ (৮ চার, ৬ ছক্কা)। তবে অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৬৭ বলে ৪৮। ব্রিটজ ২৪, ব্রেভিস ২৯ এবং মহারাজ শেষদিকে অপরাজিত ২০ রান যোগ করেন।
৪৭.৫ ওভারে ২৭০ রানেই থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
মন্তব্য করুন



_medium_1765027967.jpg)





