ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:১১ দুপুর

বিশ্বকাপ ড্রয়ের পর নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি

বিশ্বকাপ ড্রয়ের পর নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হয় বিশ্বকাপের ড্র।

ড্রতে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। বিশ্বকাপ ড্রয়ের পর সমর্থকদের মনে আবারও প্রশ্ন জাগছে, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের ঠাঁই হবে কি না। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচ জানান, শারীরিকভাবে নেইমার যদি বাকিদের চেয়ে ভালো অবস্থানে থাকে তাহলে বিশ্বকাপ দলে থাকবেন তিনি। একই সঙ্গে জানান, মার্চে ব্রাজিলের বিশ্বকাপ দল চূড়ান্ত হবে।

আনচেলত্তি বলেন, যদি নেইমার অন্যদের চেয়ে ভালো অবস্থায় থাকে, তবে সে বিশ্বকাপে খেলবে। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, তাহলে অন্য ফুটবলারদের নিয়েও বলতে হবে। আমাদের নেইমারসহ এবং নেইমার ছাড়া ব্রাজিলকে কল্পনা করতে হবে। একইভাবে অন্য কোনো ফুটবলারকে নিয়ে কিংবা তাকে ছাড়াই। মার্চে ফিফা ফিক্সচারের পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করব।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য ফাইনাল খেলা, এমনটিই জানান ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘আমরা গ্রুপ ম্যাচের সবকটিতেই জিততে পারি। আমাদের ধারণা পরিষ্কার। পুরো বিশ্বকাপজুড়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা রাখতে হবে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ তদন্ত’ বাতিলের মার্কিন দাবি প্রত্যাখ্যান

বিশ্বকাপ ড্রয়ের পর নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি

শীত আসুক মানবতার সেবায়

বাতিল হচ্ছে কয়েকটি ইকোনোমিক জোন: রিজওয়ানা

‘ধুরন্ধর’ মুক্তির পর নতুন করে আলোচনায় রণবীর সিং

গাজীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কারখানার কর্মকর্তা নিহত