মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে আরও ৩০টির বেশি দেশ
ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের সংখ্যা আরও বাড়াতে পারে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বর্তমান তালিকায় নতুন দেশ যোগ করার আভাস দিয়েছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) প্রধান ক্রিস্টি নোয়েম।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’–এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি তুলে ধরেন।
সাক্ষাৎকারে নোয়েমকে প্রশ্ন করা হয়, ট্রাম্প প্রশাসন কি তালিকাটি ৩২ দেশে উন্নীত করতে যাচ্ছে? জবাবে তিনি সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও বলেন, ‘সংখ্যা ৩০–এর বেশি হবে, এবং প্রেসিডেন্ট বিভিন্ন দেশ নিয়ে বিবেচনা চালিয়ে যাচ্ছেন।’
চলতি বছরের জুনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেন এবং আরও সাতটি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করেন। প্রশাসন দাবি করে, বিদেশি সন্ত্রাসী ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাতেই এই ব্যবস্থা।
এই নিষেধাজ্ঞা শুধু অভিবাসী আবেদনকারীদের নয়—পর্যটক, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আরও পড়ুনক্রিস্টি নোয়েম জানান, যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের স্থিতিশীলতা ও নাগরিক পরিচয় যাচাই–ব্যবস্থা গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘কোনো দেশের যদি স্থিতিশীল সরকার না থাকে এবং তারা তাদের নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে না পারে, তাহলে কেন আমরা তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেব?’
ইতিপূর্বে রয়টার্স জানিয়েছিল, প্রশাসন ৩৬টি দেশের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।
গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে নিরাপত্তা নীতি আরও কঠোর হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। অভিযুক্ত আফগান নাগরিক ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন—এ ঘটনাকে কেন্দ্র করে প্রবেশ নিয়ন্ত্রণ নীতির কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1764947005.jpg)




_medium_1764911084.jpg)


