ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১৫ রাত

বগুড়ায় যুবদল নেতা ছুরিকাহত

বগুড়ায় যুবদল নেতা ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ছুরিকাঘাতে আহত হয়েছেন যুবদল নেতা জিয়াউর রহমান (৩৮)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের উপকণ্ঠে সাবগ্রাম হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জিয়াউর বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। হাসপাতালে চিকিৎসাধীন জিয়াউর রহমান জানান,সাবগ্রাম হাট এলাকায়  কথাকাটাকাটির জের ধরে যুবদল নেতা সজিব আমাকে উপুর্যপরীভাবে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা জানান, একমাস আগে সাবগ্রামে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনার জের ধরে সজিবের সাথে জিয়াউরের বিরোধ দেখা দেয়। এর জের ধরে জিয়াউরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে যুবদল নেতা সজিব মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করে আছেন। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত যুবদল নেতা সজিব সাবগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

আরও পড়ুন

বগুড়া সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস বলেন, জিয়াউরকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে বলে শুনেছি। বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে জানা গেছে দলীয় কোন্দলের জের ধরে জিয়াউরকে ছুরিকাঘাত করা হয়েছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন জিয়াউর রহমানের খোঁজ খবর নেয়া হয়েছে। থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদল নেতা ছুরিকাহত

বাংলাদেশ টাইম"সের বিরুদ্ধে ছাত্রদল নেতা আবিদের জিডি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ৩০ টাকা

১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বগুড়ায় ‘ জ্বিনের বাদশা’গ্রেফতার

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বগুড়ার বকুলের চলচ্চিত্র

লুট হওয়া ভারী অস্ত্র বাইরে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা