দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন: বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনও কোনো অপশক্তির সাথে আপস করেননি। তাই এই মুহূর্তে দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন।
তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সার্বজনীনভাবে সারাদেশের নেত্রী। কেন উনাকে প্রয়োজন সে বিষয়ে আজকে বিস্তারিত বলছে চাইছি না। অন্য একদিন বিস্তারিত বলব। দেশে এখনো অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। তাই এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর ভীষণ প্রয়োজন।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন। উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলের ও আলোচনা সভার করা হয়।
লুৎফুজ্জামান বাবর বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হয়ত আজকালকের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে। আমি আপনাদের কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি, সবাই নেত্রীর জন্য দোয়া করবেন।
আরও পড়ুনসাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে উন্নয়নের আন্দোলন, উন্নয়নের সংগ্রাম। আপনাদের সামনে উন্নয়নের নীতি নিয়ে এসেছি। বেকারত্বকে দূরীকরণের রাজনীতি নিয়ে এসেছি। সামনে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার যুবক-যুবতী রয়েছে। কর্মসংস্থান তৈরি করে ওইসব বেকারদের চাকরি দিয়ে স্বাবলম্বী করতে হবে। অতীতে যেভাবে উন্নয়ন নিয়ে এসেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামীতে আরও অনেক বেশি নিয়ে আসব।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1764942123.jpg)


