ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৯ রাত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট। ৮ ডিসেম্বর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে আগামী নির্বাচন ও যুগপৎ আন্দোলনের সঙ্গী বিএনপির ঘোষিত ২৭২টি মনোনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সংবাদ সম্মেলনের কথা জানানো হয়।

নেতারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ২৭২টি আসনে মনোনয়ন ঘোষণার মাধ্যমে প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে। এ বিষয়ে ভবিষ্যৎ রাজনীতি ও করণীয় সম্পর্কে আগামী সোমবার ৮ ডিসেম্বর এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনের স্থান ও সময় ৬ ডিসেম্বর ঘোষণা করা হবে। সভাশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

আরও পড়ুন

 

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু ও সিনিয়ার ভাইস চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, মহাসচিব ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব সারোয়ার আলম, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস হোসেনসহ জোট নেতারা।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

সারাজীবন যে পাঁচটি প্রশ্নের উত্তর সবাই খোঁজে

দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত আমদানি নয়: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

ঢাকায় অবতরণ করেছে ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান

ব্রাজিলিয়ানের জোড়া গোল ও রাকিবের তিন অ্যাসিস্টে কিংসের বড় জয়

বগুড়ার শেরপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার