ভিডিও বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:২৭ রাত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশের সব জেলা-মহানগরে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা সহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। চিকিৎসার উদ্দেশ্যে চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। সেখানে ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনসহ ৩টি আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা ও শারীরিক অবস্থাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে রয়েছে গভীর উদ্বেগ।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশজুড়ে নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করবেন বলে জানিয়েছে বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হলেন নন্দীগ্রামের রোহান  

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে দোয়া

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি, বিদায়ি ভাষণ ১৪ ডিসেম্বর

টানা স্টেজ শো’তে ব্যস্ত জয়