ভিডিও বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০১:৩৭ দুপুর

জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট

জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ব স্ব দলের প্রতীকে ভোটের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল ইসলাম রিটটি দায়ের করেন। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও, ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে-এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম রিটের পক্ষে শুনানি করবেন।

গত ৩ নভেম্বর সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে, যেখানে বলা হয়েছে জোটভুক্ত দলগুলোর ভোটারদের স্ব স্ব দলের প্রতীকে ভোট দিতে হবে। এর আগে কোনো দল জোটের শরিক অন্য দলের প্রতীকে ভোটে অংশ নিতে পারত। এই সিদ্ধান্তের খসড়া ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছিল। নতুন বিধান নিয়ে বিএনপি ও কিছু ছোট দলের আপত্তি থাকলেও, সরকারের নীতিগত সিদ্ধান্তে অধ্যাদেশ কার্যকর করা হয়েছে। জামায়াতে ইসলামীও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট

এমবাপ্পের রেকর্ডের পরও কষ্টের জয় রিয়ালের

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে সতর্কতা সংকেত

১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের

১৫৮ উপজেলার ইউএনওকে বদলি

প্রবীণদের প্রতি সদয় হোক সমাজ, রাষ্ট্র