ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০৩:২০ দুপুর

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে : ডা. শফিকুর রহমান

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে : ডা. শফিকুর রহমান, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না। কেউ যদি প্রভাব বিস্তারের চিন্তা করেন, তাহলে তার হাত অবশ করে দেওয়া হবে।

আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে হিযবুল্লাহ জামিয়াতুল মুছলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিমসহ সম্মেলনে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ সম্মেলনে ডা. শফিকুর রহমান আরো বলেন, আমাদের লড়াই সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে। তিনি সতর্ক করে বলেন, বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করেন, তবে তার উপযুক্ত জবাব দেয়া হবে। 

জামায়াতের আমির আরও বলেন, সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী দলগুলো এক হতে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে। চাঁদাবাজদের স্থান বাংলাদেশে হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে : ডা. শফিকুর রহমান

নাইজেরিয়ায় দুই শতাধিক শিক্ষার্থী-শিক্ষককে অপহরণ

ভারতের সঙ্গে নতুন করে যুদ্ধের ঝুঁকি রয়েছে : পাকিস্তান

সাকিবকে ছাড়িয়ে টেস্টের সর্বোচ্চ উইকেট তাইজুলের

শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে ট্রাম্পের আল্টিমেটাম

মুরগি চুরির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক