ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০২:৫৫ দুপুর

মুরগি চুরির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

মুরগি চুরির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সুনামগঞ্জের ছাতকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার ও মনিরগাতি-কুম্বায়ন গ্রামের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের বহু লোক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দড়ারপার গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মনিরগাতি-কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া একাধিকবার দেশি মোরগ চুরির অভিযোগে অভিযুক্ত হন। শুক্রবার রাতেও আবু বক্করের একটি মুরগি চুরি হলে তিনি নাহিদের বাড়িতে এ বিষয়ে জানতে যান। এসময় নাহিদের স্বজনরা তাকে আটকে রাখে। খবর পেয়ে আবু বক্করের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পাকা ব্রিজের ওপর সংঘর্ষ অব্যাহত থাকে তাদের। খবর পেয়ে ছাতক থানা পুলিশ, জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগি চুরির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

বিয়ের দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে আহত ১০

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

শীতকালীন সবজিতে ভরপুর বগুড়ার বাজার । Bogura । Bazar