ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের দেওয়া একমাত্র গোলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর সুখবর পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০–তে।
জাতীয় স্টেডিয়ামে ১৮ নভেম্বর মাঠে নামার আগে র্যাঙ্কিংয়ে দুই দলের দুরত্ব ছিল ৪৬ ধাপ। লড়াইয়ে অবশ্য তা চোখে পড়েনি। শেখ মোরসালিনের একমাত্র গোলে ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। মাঠ ছেড়েছে ১–০ গোলের জয় নিয়ে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1763554835.jpg)

