ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৪৯ বিকাল

মুশফিককে নিয়ে বিশেষ বার্তা রিকি পন্টিংয়ের

মুশফিককে নিয়ে বিশেষ বার্তা রিকি পন্টিংয়ের

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। এই রিপোর্ট লেখার সময় তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাটিং করছিলেন। তার এই মাইলফলক উপলক্ষে অস্ট্রেলিয়া থেকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

আইসিসির সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিওবার্তায় পন্টিং বলেন, মুশফিকের অর্জন অসাধারণ। তিনি বলেন, একজন ক্রিকেটারের আসল মান বোঝা যায় কতদিন ধরে তিনি ধারাবাহিকভাবে ভালো খেলছেন তা দিয়ে। ৭০–৮০–৯০ টেস্ট খেলার পরও নিজেকে বদলে উন্নতি করা কঠিন, বিশেষ করে ক্যারিয়ারের শেষ দিকে। তাই মুশফিকের এই অর্জন সত্যিই প্রশংসনীয়।

 

এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে এদিন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন সাকিব আল হাসানও। 

পোস্টে তিনি লিখেছেন, লর্ডসে আপনার প্রথম টেস্ট খেলা মনে পড়ে। আমি তখন বিকেএসপি'র রিক্রিয়েশন রুম থেকে প্রতিটি বল লক্ষ্য করতাম। সেই দিন থেকেই আপনি শুধু আমাকে নয়, বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।

এত বছর ধরে আপনি খেলছেন, এবং সবসময়ই আপনার সেরাটা দিয়েছেন এই খেলায়। বয়সভিত্তিক দলগুলোকে যখন আপনি নেতৃত্ব দিচ্ছিলেন, তখন থেকেই আপনাকে আমার 'ক্যাপ্টেন' হিসেবে দেখেছি। আর যতদিন আমি ক্রিকেট খেলব, আপনিই থাকবেন আমার 'ক্যাপ্টেন'।

মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে, আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা। এটি যেকোনো ক্রিকেটারের জন্য বিরাট অর্জন। যেমন আমি আপনার প্রথম টেস্ট ম্যাচ লক্ষ্য করেছি, তেমনি আপনার ১০০তম ম্যাচেও প্রতিটি বল আমি দেখবো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দফা দাবিতে ৭ দিনের কর্মসূচি দিলো ইসলামি আট দল

আলিয়ার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

চট্টগ্রামে বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়ল উড়োজাহাজ

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা 

উত্তরায় বাংলাদেশের প্রথম হায়াত প্লেস হোটেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নেত্রকোনায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই