দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিকুর রহিম
নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও ইংল্যান্ডের এলিস্টার কুককে ছাড়িয়ে যাওয়ার পথে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে বুধবার ৯৯ রানে অপরাজিত থাকেন তিনি।
নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ১০১ টেস্টে করেছেন ৬,৪৫৩ রান। তাকে ছাড়িয়ে যেতে মুশফিকের প্রয়োজন মাত্র ৩ রান, যা তিনি দিনের দ্বিতীয় সেশনের প্রথম দিকেই স্পর্শ করার সুযোগ পাবেন। শুধু ম্যাককালামই নয়, চোখে রয়েছে ইংল্যান্ডের ব্যাটিং মহারথী অ্যালিস্টার কুকের রেকর্ডও।
কুক তিন ফরম্যাট মিলে ১৫,৭৩৭ রান করলেও মুশফিক বর্তমানে তিন সংস্করণে ২১ সেঞ্চুরির সাহায্যে করেছেন ১৫,৬৪৬ রান। ইংল্যান্ড কিংবদন্তিকে ছাড়াতে মুশফিকের প্রয়োজন ৯২ রান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1763554835.jpg)


