ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ০১:৪৭ দুপুর

গত ১০ মাসে ঢাকায় ১৯৮ খুন : ডিএমপি

সংগৃহিত,গত ১০ মাসে ঢাকায় ১৯৮ খুন : ডিএমপি

গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে। 

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দোকানে মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়। এসময় তিনি দোকানে থাকা চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন। পাশে অন্যরা থাকলেও অস্ত্রধারীদের কিছুই করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গত ১০ মাসে ঢাকায় ১৯৮ খুন : ডিএমপি

হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ

রোজার আগেই চাল, গম আনা হবে: অর্থ উপদেষ্টা

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার ফাঁসির রায়ের খুশিতে টিএসসিতে আজ ভুরিভোজের আয়োজন

বুধবার ইসির সংলাপে আসছে বিএনপি ও জামায়াত