ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৩১ রাত

সিরাজগঞ্জে কাইশা বিক্রি করে জীবিকা নির্বাহ করে চরাঞ্চলের মানুষ

সিরাজগঞ্জে কাইশা বিক্রি করে জীবিকা নির্বাহ করে চরাঞ্চলের মানুষ। ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বন্যা শেষে যমুনার বুক জুড়ে জেগে ওঠা বিশাল পলিমাটি যুক্ত চরে বিনাচাষে গজিয়েছে কাইশা ঘাস। বন্যার পানি নেমে যাবার সাথে সাথে সিরাজগঞ্জের যমুনা বেষ্ঠিত উপজেলাগুলোর  বিশাল চরাঞ্চলজুড়ে শোভা পাচ্ছে কাইশার সবুজ রঙ। এই কাইশা ক্ষেতের সবুজ ধীরে ধীরে বিবর্ণ হয়ে সোনালী রঙ ধরতে শুরু করেছে। চরাঞ্চলের দরিদ্র মানুষগুলো এই কাইশা সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।

বন্যার পানি নেমে যাবার কিছুদিন পর কাইশাগুলো যখন এক থেকে দেড়ফুট লম্বা হয় তখন থেকেই কৃষকেরা তা সংগ্রহ করে পশুখাদ্য হিসেবে বাজারে বিক্রি শুরু করেছে। চরের কিশোর, কিশোরী, ছেলে, বুড়ো, বিধবা, স্বামী পরিত্যক্তা সবাই কমবেশি নিজেদের প্রয়োজনে কাইশাগুলো কেটে গো-খাদ্য হিসেবে ব্যবহার করে। বাজারেও এর বেশ চাহিদা রয়েছে। এরপর ধীরে ধীরে বড় হতে থাকে কাইশাগুলো। হেমন্তে তাতে ফুল আসে। তখন পুরো চরকে মনে হয় একখন্ড সাদা আকাশ।

ছোট কাইশা কেটে আঁটি বেঁধে দিনশেষে সেগুলো মাথায় করে বা ঘোড়ার গাড়িতে করে বয়ে নদীর ঘাটে নিয়ে আসে। পরে নৌকায় তুলে যমুনার পাড়ি দিয়ে বাড়ি ফেরে। এক সপ্তাহ শুকানোর পরে কাইশা তারা বিক্রি করেন। শুকনো কাইশা তারা স্থানীয় হাটে বাজারে বিক্রি করে বিশ টাকা পান।

আরও পড়ুন

ছোট কাইশাগুলো গো-খাদ্য হিসেবে ব্যবহার করা হলেও বড় কাইশাগুলো চরাঞ্চলে বসবাসকারী মানুষের ঘরের বেড়া হিসেবে ব্যবহার করা হয়। চর এলাকার অধিকাংশ মানুষই এইগুলো দিয়ে ঘরের বেড়া বা বাড়ির চারপাশে বেড়া দিয়ে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে কাইশা বিক্রি করে জীবিকা নির্বাহ করে চরাঞ্চলের মানুষ

বগুড়ার ১২নং ওয়ার্ডে জামায়াত প্রার্থীর গণসংযোগ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : সাবেক এমপি লালু

বগুড়া শহরের রোমেনা আফাজ সড়কে ফুডকার্টে আগুন, আতঙ্কে স্থানীয়রা

পাবনার সুজানগরে গ্রাম-গঞ্জের সড়কগুলোর বেহালদশা

পঞ্চগড়ের চা শিল্পে সংকট কাটিয়ে আলোর মুখ দেখছে ক্ষুদ্র চা চাষিরা, সুদিন ফিরেছে