ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৪১ রাত

আমরা ক’জন শিল্পী গোষ্ঠির নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’ অনুষ্ঠিত

আমরা ক’জন শিল্পী গোষ্ঠির নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’ অনুষ্ঠিত। ছবি : দৈনিক করতোয়া

আজ রোববার (১৬ নভেম্বর) বিকেল ৪ টায় বগুড়া শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা ক'জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’ সংগঠনের সভাপতি আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নবান্ন উৎসবে আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথি ও শিল্পীদের চিড়া, মুড়ি, মুড়কি, মোয়া, খই, শীতের পিঠা দিয়ে আপ্যায়ন করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক শিশু শিল্পীদের মুখে নতুন ধানের খাবার তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। তিনি বলেন নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙ্গালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা, আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। বাঙালির বারো মাসে তেরো পার্বন এ যেন হৃদযন্ত্রের বন্ধনকে আরও গাড় করার উৎসব।

আরও পড়ুন

নবান্ন কথন পর্বে অংশগ্রহণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, সহকারী পরিচালক জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার কৃষ্ণ কুমার শীল, ডা. নাজনিন সুমাইয়া, মোঃ খালেকুজ্জামান প্রমুখ। নবান্ন উৎসবে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক'জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর শিল্পীদের পরিবেশনায় বাংলার লোকজো গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে আগত দর্শক ও অতিথিদের অনুষ্ঠান শেষে নবান্নর খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ক’জন শিল্পী গোষ্ঠির নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে কাইশা বিক্রি করে জীবিকা নির্বাহ করে চরাঞ্চলের মানুষ

বগুড়ার ১২নং ওয়ার্ডে জামায়াত প্রার্থীর গণসংযোগ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : সাবেক এমপি লালু

বগুড়া শহরের রোমেনা আফাজ সড়কে ফুডকার্টে আগুন, আতঙ্কে স্থানীয়রা

পাবনার সুজানগরে গ্রাম-গঞ্জের সড়কগুলোর বেহালদশা