গাজীপুরে নতুন পুলিশ কমিশনার নিয়োগ
গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব আবু সাঈদ।
আরও পড়ুনএর আগে গত ১০ নভেম্বর সরকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করে। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে তাকে সরকারি চাকরি আইন, ২০১৮(২০১৮সালের ৫৭ নং আইন) এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1763297625.jpg)
