ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৯:১২ রাত

বগুড়ার শাজাহানপুরে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে থানা পুলিশের অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো যুবলীগ নেতা শাহ্ আলম নান্নু (৩৮), স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু সুফিয়ান (৩৫), যুবলীগ নেতা আবু তালেব (৪৫) ও ছাত্রলীগ নেতা আহসান হাবিব (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাট এলাকা থেকে গ্রেফতার করা হয় শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য শাহ্ আলম নান্নু (৩৮) কে। তিনি শাজাহানপুর উপজেলার চুপিনগর বড়বাড়ি পাড়ার আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি।

একই দিনে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে দুপুর ১২টার দিকে গ্রেফতার করা হয় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবিব (৩০) কে। তিনি উপজেলার আড়িয়া ইউনিয়নের টেকুরগাড়ি গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য আবু সুফিয়ান (৩৫) কে। তিনি উপজেলার বৈঠাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনসহ পূর্বের দায়ের করা ৩টি মামলা রয়েছে।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার রাত পৌঁনে ৮টার দিকে নিজ এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয় খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব (৪৫) কে। তিনি উপজেলার গয়নাকুড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে এবং খরনা ইউনিয়ন পরিষদের মেম্বার।

তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা পূর্বের মামলা রয়েছে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃংখলা রক্ষায় পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে গাজী গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

হাদির নির্বাচনী প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে দু’জনের ভাসমান মরদেহ উদ্ধার

৩৫ টি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এআই ইনোভেশন চ্যালেঞ্জে প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন ঢাবি

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা