বগুড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
বগুড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার (১৪ নভেম্বর) র্যালি, আলোচনা সভা, ফ্রি ডায়াবেটিস নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার (১৪ নভেম্বর) বগুড়া ডায়াবেটিক সমিতির হলরুমে সমিতির প্রশাসক মোহাঃ আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক হাসপাতালের পুষ্টি অফিসার ফারহানা ঐশি’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর, হাসপাতালের নির্বাহী পরিচালক(ভারপ্রাপ্ত) ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ রোখশানা বানু এবং হাসপাতালের পরিচালক (চিকিৎসা সেবা) ডাঃ মোঃ মোস্তফা কামাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, সারা বিশ্ব এখন করোনার মতই ডায়াবেটিস মহামারীতে ভূগছে। ডায়াবেটিস সম্পর্কে বিশ্ববাসিকে সচেতন করে তুলতে ১৯৯১ সাল থেকে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের পরিসংখ্যান মতে, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে আমাদের দেশ বিশ্বে ৭ম স্থানে রয়েছে। আরও উদ্দেগের বিষয় হলো বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৪ লাখ ডায়াবেটিস রোগী আছে যাদের সনাক্ত করা সম্ভব হয়নি।
কর্মজীবিদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হার আরও বেশি। তাই সুস্থ জীবনের স্বার্থে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন হওয়ার কোন বিকল্প নাই। এর আগে সকাল সাড়ে ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মেজবাউল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর।
আরও পড়ুনউদ্বোধনের পর আমন্ত্রিত সূধী, বগুড়া ডায়াবেটিক সমিতির প্রশাসক মোহাঃ আতাউর রহমান এবং হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ওষুধ কোম্পানীর প্রতিনিধির অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে সমিতি প্রাঙ্গনে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়ের ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখানে গ্লুকোমিটারের মাধ্যমে ৩শ’ মানুষের রক্তের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। তাৎক্ষণিকভাবে যাদের ডায়াবেটিস সনাক্ত হয়েছে তাদের মেডিকেল অফিসারগণ প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী দিক নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন








