ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৯:১২ রাত

গোয়ালন্দে পদ্মা নদীর এক কাতলার দাম ৫৫ হাজার টাকা

গোয়ালন্দে পদ্মা নদীর এক কাতলার দাম ৫৫ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি বড় আকৃতির কাতল মাছ। মাছটি ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ বুধবার ( ১২ নভেম্বর ) ভোরে উপজেলার চরকর্ণেশনা এলাকা থেকে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার কয়েকজন জেলেকে নিয়ে মাঝ রাতে পদ্মা নদীর চরকর্ণেশনা এলাকায় জাল ফেলে। ভোরে জাল তোলতে ওই জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ে। কৃষ্ণ হালহার মাছটি বিক্রির জন্য ফেরিঘাটে চকু মোল্লার আড়তে নিলামে বিক্রির জন্য তোলে। সেখানে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি ফেরিঘাটের পাইকা বিক্রেতা শাহাজান শেখ ক্রয় করেন।

আরও পড়ুন

শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান, ‘পদ্মা নদীর বড় কাতলের চাহিদা রয়েছে। আমি সকালে আড়ত থেকে মাছটি ক্রয় করেছি। পরে কুষ্টিয়ার কুমারখালী এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি করেছি।দৌলতদিয়া থেকে বাসে করে কুষ্টিয়ার কুমারখালি মাছটি পাঠিয়ে দিয়েছি।

জেলা মৎস্য অফিসার মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে পানি হ্রাস পাওয়ার সাথে সাথে জেলেরা বেশি মাছ পাচ্ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পদ্মা নদীর এক কাতলার দাম ৫৫ হাজার টাকা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

বগুড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে মাঠে নামে সেনা বাহিনী

হৈ হৈ রই রই আওয়ামীলীগ গেলি কই— স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

কক্সবাজার কৃষক লীগের সাধারণ সম্পাদক বিমানবন্দরে গ্রেপ্তার