নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার ৩
লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে (নিষিদ্ধ) ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করে আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলো-লালপুর উপজেলার বাকনাই কদমতলা গ্রামের একবার আলীর ছেলে মেহেদী হাসান (২৪), বজলুর রহমানের ছেলে নয়ন আলী (২৫) এবং মাধপপুর পালপাড়া গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে রাসেল আহমেদ (৩৫)।
এর আগে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়াম মাঠে ছাত্রলীগ কর্মী সাহিদকে হ্যান্ডকাফ পরিয়ে আটক করেছিল লালপুর থানা পুলিশ। তবে স্থানীয়দের প্রতিবাদ ও উত্তেজনার মুখে পুলিশ পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ। ৯ নভেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে।
আরও পড়ুনলালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি সত্য। সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ১০ নভেম্বর নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন










