ফাইনালে হংকংয়ের কাছে হারল বাংলাদেশ
হংকং সিক্স-এ-সাইড টুর্নামেন্টে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর প্লেট ফাইনালে স্বাগতিক হংকংয়ের কাছে ১ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে আকবর আলীর ১৩ বলে ৫১ রানের টর্নেডো ফিফটিতে ভর করে ১২০ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে আইজাজ খানের ২১ বলে ৮৫ রানের ইনিংসে ভর করে জয় ছিনিয়ে নেয় হংকং। এই হারে টুর্নামেন্টে ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আকবর আলীর দলকে।
রোববার মং কংয়ের মিশন রোড মাঠে অনুষ্ঠিত প্লেট ফাইনালে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান (০) দ্রুত ফিরলেও, আরেক ওপেনার জিসান আলম ৭ বলে ২৭ এবং আবু হায়দার রনি ৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে আসল তাণ্ডব চালান অধিনায়ক আকবর আলী। মাত্র ১৩ বল মোকাবেলা করে ৭টি ছক্কা ও একটি চারের সাহায্যে ৫১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ১২০ রানের বিশাল সংগ্রহ পায়।
জবাবে ব্যাট করতে নেমে হংকংয়ের শুরুটা ছিল ভয়াবহ। দুই ওপেনার বাবর হায়াত ও আনশি রাথ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। কিন্তু এরপরই শুরু হয় আইজাজ খানের অবিশ্বাস্য ব্যাটিং। একাই ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। মাত্র ২১ বল খেলে ৪টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে হংকংয়ের জয় নিশ্চিত করেন। ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান করে হংকং। বাংলাদেশের পক্ষে পেসার আবু হায়দার রনি একাই ৪টি উইকেট নেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক









