ঠাকুরগাঁওয়ের হরিপুরে দিন দিন বাড়ছে হলুদ চাষ
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দিন দিন হলুদের চাষ বাড়ছে। চাহিদা ও দাম ভালো পাওয়ায় হলুদ চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। গত বছরের চেয়ে এ বছর উপজেলায় হলুদের চাষাবাদ ৫ হেক্টর বৃদ্ধি পেয়েছে।
হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ২৫ হেক্টর হমিতে হলুদের চাষাবাদ হয়েছিল। এ বছর তা বৃদ্ধি পেয়ে আবাদ হয়েছে ৩০ হেক্টর জমিতে। উপজেলার হলুদ চাষি কৃষক সাগর বলেন, একসময় হলুদের চাহিদা ও দাম কম ছিল তাই হলুদ চাষ করতাম না।
তবে বাজারে এখন এর ভালো চাহিদা রয়েছে, পাশাপাশি দামও বাড়ছে। এবার ৪০ শতক জমিতে হলুদের চাষ করেছি। এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। আশা করি ভালো ফলন পাব। মুদি দোকানি জুয়েল বলেন, বর্তমান বাজারে শুকনা হলুদের সুটি ২শ’ টাকা কেজি এবং হলুদের গুঁড়া ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুনহরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হুসেন বলেন, আবাদি, অনাবাদি এবং পতিত জমিসহ উপজেলায় এবার ৩০ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। বেলে দোআঁশ ও ছায়াযুক্ত জমিতে হলুদের চাষ ভালো হয়। হলুদের জাতভেদে প্রতি হেক্টর জমিতে ফলন হতে পারে ২০ টন। বর্তমান বাজারে হলুদের দাম ও চাহিদা বাড়ায় উপজেলায় হলুদের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









