সুযোগ দিলে অবহেলিত মানুষের জন্য কিছু করতে চাই : নুরুল হক নুর
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন- খুব কষ্ট লাগে, পিছিয়ে পড়া এই উত্তরাঞ্চলের মানুষেরা সুচিকিৎসা পান না। কর্মসংস্থানের সুযোগ নেই। এমনকি কৃষকরা যখন তাদের ফসল উৎপাদন করেন অনেক সময় তখন ন্যায্য মূল্যও পান না।
তাই আপনারা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমাকে যদি সুযোগ দেন তাহলে এই এলাকার অবহেলিত মানুষের জন্য কিছু করতে চাই। আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর হাইস্কুল মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে পরিপূর্ণ ইমেজের নেতৃবৃন্দকে খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে আমরা মনোনীত করছি। এরই অংশ হিসেবে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ব্যবসায়ী সুরুজ্জামান সরকারকে ট্রাক প্রতীকে মনোনীত করেছি। আপনারা তাকে ভোট দিয়ে বিজয় করবেন বলে আশাবাদী।
আরও পড়ুনগণঅধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার, কেন্দ্রীয় নেতা হানিফ সজিব, ফারুক হাসান, আব্দুর রহমান।
গণঅধিকার পরিষদের গাইবান্ধা জেলা শাখার সভাপতি এসএস মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামিউল ইসলাম, শফিকুল ইসলাম সায়েম, সাদ্দাম হোসেন, আমিনুর রহমান, মোমিনুর রহমান, জুয়েল রানা, শরিফুল ইসলাম, নজরুল মাস্টারসহ অনেকে। সভায় সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক জনগণ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এসময় সভাস্থল কানায় কানায় ভরে যায়।
মন্তব্য করুন










