ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৩:৪৫ দুপুর

আজ অন্যরকম এক মাইলফলকের সামনে কোচ গার্দিওলা

আজ অন্যরকম এক মাইলফলকের সামনে কোচ গার্দিওলা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাদে আজ লিভারপুলকে আতিথেয়তা দেবে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে দারুণ এক মাইলফলকে পা রাখবেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। কোচ হিসেবে এটি হবে তার ১০০০তম ম্যাচ।

আর ম্যাচটি যদি জিততে পারে আর্নে স্লটের দল, তাহলে তারা একটা রেকর্ডই গড়বে। পেপ গার্দিওলার অধীনে ম্যানসিটিকে সবচেয়ে বেশি বার হারানোর রেকর্ড। ১০ বার করে সিটিকে হারানোর রেকর্ড এখন লিভারপুলের সঙ্গে যৌথভাবে টটেনহাম হটস্পারেরও। আজ জিতলে রেকর্ডটি নিজেদের করে নিতে পারবে অ্যানফিল্ডের দলটি।

১৮ বছর আগে বার্সেলোনা ‘বি’ দলের কোচ হিসেবে যখন ক্যারিয়ার শুরু করেন, তখন তার ভাবনায়ও ছিল না একদিন হাজার ম্যাচের মাইলফলকে পা রাখতে পারবেন। মাইলফলক ছোঁয়া ম্যাচের আগে সিটির স্প্যানিশ কোচের অকপট স্বীকারোক্তি, ‘কোচ হিসেবে এক হাজার ম্যাচ-আমার জন্য সত্যিই বিশেষ কিছু। বার্সেলোনা ‘বি’ দল দিয়ে যখন শুরু করেছিলাম, তখন কখনো ভাবিনি এমন মাইলফলকে পৌঁছাতে পারব। তখন শুধুই চাওয়া ছিল ভালো ফুটবল খেলানো আর ঠিক পথে এগোনো।’

কোচিং ক্যারিয়ারের ৯৯৯ ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ৫৪৯টি ম্যাচে তিনি থেকেছেন সিটির ডাগআউটে। সব মিলিয়ে কোচ হিসেবে তিনি জিতেছেন ৭১৫টি জয়। সাফল্য ৭১.৫৭ শতাংশ। ১৮ বছরের ক্যারিয়ারে ৪০টি বড় ট্রফি জিতেছেন। প্রতি ২৫ ম্যাচে একটি করে শিরোপা!

কোচ গার্দিওলা

আরও পড়ুন

ম্যাচ : ৯৯৯
জয় : ৭১৫
ড্র : ১৫৬
হার : ১২৮

কোন দলের হয়ে কত ম্যাচ

ম্যানসিটি : ৫৪৯
বার্সেলোনা : ২৪৭
বায়ার্ন : ১৬১
বার্সা ‘বি’: ৪২

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অন্যরকম এক মাইলফলকের সামনে কোচ গার্দিওলা

ঢাবি শীতকালীন বইমেলার আজ শেষ দিন

চার বছরের শিশুকে ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণ

অবশেষে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন কিউবা মিচেল

ইউক্রেনে আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১১

আবারও নিউজিল্যান্ডের কাছে শেষ ওভারে হার ওয়েস্ট ইন্ডিজের