বগুড়ার মানুষ ধানের শীষে ভোট দিয়ে ৭টি আসন উপহার দেবে : কাজী রফিক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য। সেই নির্বাচনে এদেশের আপামর জনসাধারণ ম্যান্ডেট দিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।
তিনি আজ রোববার (২৬ অক্টোবর) বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর এএম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আশরাফ উদ্দিন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, দিগদাইর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু, পাকুল্যা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, বালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শাফি, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, পাকুল্যা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন, রবিউল ইসলাম পান্না, সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান হান্নান, ভিপি আক্তারুজ্জামান রানা, কামরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাজুল ইসলাম গাজী প্রমুখ।
আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
আরও পড়ুনদেশের মানুষ বিএনপিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। বিএনপি ক্ষমতায় এলে এদেশের খেটে এ খাওয়া মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে। তিনি পরিশেষে বলেন, বগুড়ার মাটি শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ঘাটি।
এ অঞ্চলের মানুষ তাদের মান মর্যাদা অক্ষুন্ন রাখতে ২০০১ সালের ন্যায় ২০২৬ সালে আবারও ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার ৭টি সংসদীয় আসন তারেক রহমানকে উপহার দেবে। তারেক রহমান নির্বাচিত হওয়ার পর বগুড়াবাসিকে অকল্পনীয় উন্নয়ন উপহার দিয়ে বগুড়াবাসীর আত্মার আত্মীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন










