ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

র‌্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

র‌্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় র‌্যাবের মাইক্রোবাস ও ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- র‌্যাব গাড়িচালক এএসআই আব্দুল হালিম (৩৫) এবং র‌্যাব সদস্যের পরিবারের এক শিশু। গুরুতর আহতদের পটুয়াখালী সিএমএইচ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, র‌্যাবের একটি মাইক্রোবাস পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার ফতুল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এএসআই আব্দুল হালিম মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে র‌্যাব সদস্যের পরিবারের এক শিশু মারা যায়।

স্থনীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়। তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা বিলম্ব করায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, ‘বৃষ্টি ও পিচ্ছিল রাস্তায় এই দুর্ঘটনা ঘটতে পারে। র‌্যাবের গাড়িটি পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। এতে দুইজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। আহতদের পটুয়াখালী ও বরিশালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

‘বাংলাদেশি পাসপোর্ট দেখে তা মাটিতে ছুড়ে ফেলে ইসরায়েলি বাহিনী’

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় নিহত ১২

বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের জয়

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই : সিইসি