নওগাঁ রানীনগরে পুকুর পাড়ে যুবকের ঝুলন্ত লাশ

রানীনগর(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর রানীনগরে মেহেদী (২৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে । লাশটিকে প্রাথমিকভাবে শনাক্ত করে মৃত মেহেদীর বোন মুসলিমা জানান, রানীনগর উপজেলার পারইল ইউনিয়নের বিসিয়া গ্রামের মুকলেস হোসেনের ছেলে। বেশ কিছুদিন যাবত তার ভাই-ভাবীর স্বামী-স্ত্রীর ঝগড়াঝাঁটি চলছিলো। কিছুদিন সাংসারিক কলহের কারণে মেহেদীর স্ত্রী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রাই কালী গ্রামে তার শ্বশুর বাড়ি চলে যায়। দুই দিন আগে মেহেদী তার বউকে শ্বশুর বাড়িতে আনতে গেলে সেখানে তাকে মারপিট করা হয়। এক পর্যায়ে সে বউকে রেখে আবার নিজ বাড়ি রানীনগরে চলে আসে।
বুধবার(৮ অক্টোবর) গভীর রাতে বাড়ির পাশে পুকুর পাড় থেকে গলায় দড়ি দেওয়া মেহেদীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় পরিবারের সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই আছে।
আরও পড়ুনমন্তব্য করুন