ভিডিও বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ভ্যানেটি ব্যাগ থেকে লক্ষাধিক টাকা নিয়ে উধাও নারী প্রতারকচক্র

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ভ্যানেটি ব্যাগ থেকে লক্ষাধিক টাকা নিয়ে উধাও নারী প্রতারকচক্র,ছবি: দৈনিক করতোয়া।

‘আমি ব্যাংক থেকে বের হয়ে এলে ওই নারীরাও আমার পিছু নেয়। আমি ব্যাংকের সামনে ফুটপাতের একটি কাপড়ের দোকানে পোশাক কিনতে যাই। এ সময়ও  ওই নারীরা আমার পাশে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে আমি ভ্যানেটি ব্যাগ খুলে দেখি—ভেতরে ১ লাখ ১০ হাজার টাকার দুটি বান্ডিল নেই। আর পাশে দাঁড়িয়ে থাকা ওই নারীরাও নেই।’ এভাবেই অশ্রুশিক্ত কন্ঠে প্রবাসী স্বামীর পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্সের টাকা খোয়ানোর ঘটনা বর্ণনা করছিলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানরপুর দক্ষিণ পাড়াগ্রামের মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমান তার স্ত্রীর স্ত্রী রেখা খাতুন।


ঘটনার সূত্রে জানা গেছে,বুধবার (৮অক্টোবর) সকাল ১১টার দিকে রেখা খাতুনের নামে আগ্রণী ব্যাংক বড়ালব্রীজ পাবনায় শাখায়  ১ লাখ ২৯ হাজার টাকা(রেমিটেন্স) পাঠান তার স্বামী মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমান । ব্যাংক থেকে টাকা তুলে তার ভ্যানেটি ব্যাগে রেখে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দেন রেখা। বাড়ি যাওয়ার পথে স্বামীর কষ্টার্জিত টাকা খুইয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। রেখা জানান- ব্যাংকের ভেতরেও ঐ নারীদেরকে তিনি দেখেছিলেন। 

অগ্রণী ব্যাংক বড়ালব্রীজ শাখার ব্যবস্থাপক কেএম বারিউল হক বলেন, ‘ভুক্তভোগী ওই নারী ব্যাংক থেকে চেকের মাধ্যমে তার স্বামীর পাঠানো ১ লাখ ২৯ হাজার টাকা (রেমিট্যান্স) তোলেন। পরে বাজারের মধ্যে তার টাকাগুলো খোয়া গেছে বলে তার কাছ থেকে আমি জেনেছি।’ 

আরও পড়ুন

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার  ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ওই নারী তার টাকাগুলো কিভাবে খোয়া গেছে তা তিনি ঠিকমতো বলতে পারছেন না। তবে তিনি থানায় কোনো অভিযোগও করেন নি।’ নারীপ্রতারক চক্র প্রবাসীর স্ত্রীর ভ্যানেটিব্যাগ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার সংবাদটি বর্তমানে “ টক অফ দি ভাঙ্গুড়ায়” পরিণত হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক গ্রেফতার

ঢাবি মেডিকেল সেন্টার আধুনিকায়নে পৌনে ৩ কোটি টাকার উদ্যোগ নিয়েছে ডাকসু

চলতি বছর ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু

বন্দি-বিনিময় শুরুর সময় জানাল হামাস

বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা সংশ্লিষ্টদের কাছে পাঠালো ট্রাইব্যুনাল