ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৫, ১১:০২ রাত

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত গ্রেফতার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কড্ডার মোড়ে প্রাইভেট কারে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলী (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সলঙ্গা থানার নলকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী সিরাজগঞ্জের সদর থানার খামার পাইকোশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত শুক্রবার (৩ অক্টোবর) সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি করা হচ্ছে, এমন একটা ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে ভাঙচুর, ভেতরে থাকা ব্যক্তিদের মারধর এবং মালামাল লুটপাট করে। ডাকাতদের প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদার মতো দেশীয় অস্ত্র। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

ডাকাতির সময় প্রাইভেট কারের অন্তত ৪-৫ জন আহত হয়। ডাকাতির পর পরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় যমুনাসেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। উল্লেখ্য ধৃত আসামি মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতা করার অপরাধে ৭ টি মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, অস্থিরতার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

অক্টোবরে ৪৮৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪১ জন

গণতন্ত্রের প্রত্যাবর্তনে তারেক রহমান

মিস ইউনিভার্সের মঞ্চে জামদানিতে মিথিলা

নওগাঁ রাণীনগরে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন 

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আলী রীয়াজ