দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে টানা ৪ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি মিলিয়ে বুধবার (১ অক্টোবর) থেকে আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ভিড় করেন দূরপাল্লার যাত্রীরা। কাউন্টারগুলোতে টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন।
আরও পড়ুনযাত্রীরা বলছেন, ঈদ ছাড়া সাধারণত এত লম্বা সময় একটানা ছুটি পাওয়া যায় না। তাই সুযোগটা কাজে লাগিয়ে কেউ ফিরছেন গ্রামের বাড়ি; কেউ যাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে বেড়াতে। অনেকে পরিবারের সাথে ছুটি কাটাতে দেশের পর্যটনকেন্দ্রগুলোর দিকে রওনা হয়েছেন। বাস মালিকরা জানান, যাত্রী চাপ সামাল দিতে অতিরিক্ত বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য করুন