ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু, ঝুঁকিতে লাখো কর্মী

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু, ঝুঁকিতে লাখো কর্মী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারি কার্যক্রমে শাটডাউন শুরু হয়েছে। অর্থাৎ, বেশকিছু সরকারি দপ্তরের সেবাদান বন্ধ হয়ে গেছে। এসব দপ্তরের কর্মীদের অবৈতনিক ছুটিতে থাকতে হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই সরকারি কার্যক্রম বন্ধ হতে শুরু করে। এটি কতদিন চলবে তা এখনো জানা যায়নি। সাত বছর আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই শাটডাউন চলে ৩৫ দিন। যুক্তরাষ্ট্রে প্রতিটি অর্থবছর শুরু হয় ১ অক্টোবর থেকে। এর আগেই কংগ্রেসকে ফেডারেল বিভাগ ও এর কার্যক্রমের জন্য ব্যয়ের অর্থ অনুমোদন দিতে হয়। আইনপ্রণেতারা পুরো বছরের জন্য ব্যয় পরিকল্পনা পাস করতে ব্যর্থ হলে বহু সংস্থা ও দপ্তরের কার্যক্রম বন্ধ রাখতে হয়। তবে জীবন ও সম্পত্তি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো চালু থাকে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, যেহেতু কংগ্রেস ব্যয় চালানোর বিল পাসে ব্যর্থ হয়েছে, তাই আগামীতে লাখো কর্মী ছাঁটাই হতে পারেন। অর্থ বিলে বিরোধী দল ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা খাতে বাড়তি ভর্তুকি দাবি করেছিল, কিন্তু তা নাকচ করে রিপাবলিকানরা। ফলাফল বিলটি নিয়ে যখন ভোটাভুটি শুরু হয় তখন উভয়পক্ষ একে অপরের প্রস্তাব আটকে দেওয়া শুরু করে। বিল পাসের জন্য রিপাবলিকানদের অন্তত ৬০টি ভোট দরকার ছিল, কিন্তু তারা পায় ৫৫টি। 

আরও পড়ুন

এএফপি বলছে, অচলাবস্থা তৈরির কারণে বেশি ভুক্তভোগী হতে পারেন ডোমোক্র্যাটের সমর্থকরা। কারণ, ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, বিল পাস না হলে তিনি দপ্তরগুলো থেকে ডেমোক্র্যাট সমর্থকদের ছাঁটাই করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিসি’র সভায় কথা কাটাকাটি, নতুন শর্ত নাকভির

মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গা সংকটের সমাধান : ইউএনএইচসিআর প্রধান

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান

যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড

নেপালকে হারিয়ে সম্মান রক্ষা ক্যারিবীয়দের

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন সোনম কাপুর