ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

প্রবাসীদের ভোট দিতে আহবান জানালেন সিইসি

প্রবাসীদের ভোট দিতে আহবান জানালেন সিইসি, ছবি: সংগৃহীত।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

সোমবার রাতে নির্বাচন কমিশনের ইউটিউবে চ্যালেনে প্রবাসীদের উদ্দেশে এক ভিডিও বার্তা তিনি বলেছেন, এ উদ্যোগ “দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক” হিসেবে চিহ্নিত হবে।

প্রথমবারের মত প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট দেওয়ার এ সুযোগকে আধুনিক প্রযুক্তির সহায়তায় ‘অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে’ বলে আশ্বস্ত করেন সিইসি।  তিনি বলেন, “প্রবাস থেকে ভোট দিতে হলে আপনাকে অবশ্যই আউট অফ কান্ট্রি ভোটিং এ রেজিস্ট্রেশন করতে হবে। এ লক্ষ্যে খুব শিগগির আমরা ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটা মোবাইল অ্যাপ চালু করব।”

মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করার পর সেখানে একটি ভিডিও দেখা যাবে, যাতে নিবন্ধন ও ভোট দেওয়ার ধাপগুলো দেখানো হবে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করার সময় এনআইডি কার্ড ও পাসপোর্টের তথ্য লাগবে, প্রবাসের ঠিকানা দিতে হবে। এই অ্যাপের মাধ্যমে ‘ফেইস আইডেন্টিফিকেশন’ করতে হবে, ‘লাইভনেস ডিটেকশন’ সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

সিইসি বলেন, “এই কাজটি করার পরে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রবাসের ঠিকানায় আমাদের ব্যালট পেপার পৌঁছে যাবে এবং ব্যালট পেপার আমাদের এখানে ফেরত পাঠাতে যে খাম, সেটাও আপনার প্রবাসের ঠিকানায় পৌঁছে দেবে।

“ভোট দেওয়ার পরে শুধু খামটি পোস্ট অফিসে পোস্ট করবেন। এটা যথাযথ ঠিকানায় পৌঁছে যাবে।” তিনি বলেন, “আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং প্রবাসী হয়ে থাকেন এবং ভোট দিতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনের সুযোগটা নিতে হবে। আমরা আশা করব, আমাদের সব প্রবাসী ভাইবোন এই সুযোগটা কাজে লাগাবেন।”

প্রবাস থেকে ভোট দেওয়ার বিস্তারিত তথ্য পোস্টাল বিডি অ্যাপের পাশাপাশি বিদেশে বাংলাদেশের দূতাবাস এবং ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে। সিইসি বলেন, “একটা শিশু যখন প্রথম পদক্ষেপ নেয়, এটা প্রবাসী ভোটের জন্য আমাদের প্রথম পদক্ষেপ, একটা ঐতিহাসিক সূচনা। এই ঐতিহাসিক অভিযাত্রায় আমরা প্রবাসী ভাইদের সাথে পেতে চাই এবং আমরা চাইব আপনাদের সক্রিয় অংশগ্রহণে এটা আরো কার্যকরভাবে আমরা বাস্তবায়ন করতে পারব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু, ঝুঁকিতে লাখো কর্মী

টানা দ্বিতীয় হার লিভারপুলের, মৌসুমের প্রথম জয় চেলসির

রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে থাকে : ধর্ম উপদেষ্টা

বিসিবি নির্বাচন : তামিমের সঙ্গে আরও যারা সরে দাঁড়ালেন

বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যাকাণ্ডের মূলহোতা জামিল গ্রেফতার

আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান : ট্রাম্প