ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল

আইনজীবী হওয়ার জন্য ক্রিকেট ছাড়লেন জাতীয় দলের পেসার

আইনজীবী হওয়ার জন্য ক্রিকেট ছাড়লেন জাতীয় দলের পেসার

ভক্ত-সমর্থকদের অবাক করে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ফ্রেয়া ডেভিস। পেশাদার ক্রিকেট ছেড়ে এবার তিনি ক্যারিয়ার গড়বেন আইন পেশায়।

ডানহাতি পেসার ডেভিস ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৬টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে খেলেছেন। এছাড়া দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ওয়েলশ ফায়ার দলে ছিলেন তিনি।

ইংল্যান্ডের মহিলা দলের পেসার ফ্রেয়ার অবসরের কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। একটি বিবৃতিতে তারা লিখেছে, “ফ্রেয়া ডেভিসকে অনেক শুভেচ্ছা। ইংল্যান্ডের হয়ে ৩৫টি ম্যাচ খেলা ফ্রেয়া আইনজীবী হওয়ার জন্য ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ওকে ওর ভবিষ্যৎ জীবনের শুভেচ্ছা।”

তার জন্মভূমি সাসেক্স এক বিবৃতিতে ডেভিসের অবসরের খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, “ফ্রেয়া ডেভিস ২৯ বছর বয়সে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০১০ সালে মাত্র ১৪ বছর বয়সে মিডলসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সাসেক্সের হয়ে অভিষেক হয় তার। দুই বছর পর ওয়ানডে ফরম্যাটেও অভিষেক করেন তিনি। ২০১৩ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতা সাসেক্স দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ফ্রেয়া। মোট ৮৬ বার সাসেক্সের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি।”

আরও পড়ুন

২০১৯ সালে ইংল্যান্ডের মহিলাদের ক্রিকেট সুপার লিগে সবচেয়ে বেশি ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। সেই বছরই মার্চ মাসে ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পান তিনি। 

২০১৯ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডেভিসের। ওই সিরিজসহ তিনি মোট ৯টি ওয়ানডে খেলেছেন এবং ১০ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৬ ম্যাচে ২৩ উইকেট সংগ্রহ করেছেন তিনি। সর্বশেষ ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন ২০২৩ সালের জুলাইয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী অ্যাশেজ সিরিজের একটি টি-টোয়েন্টি ম্যাচে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নতুন পুলিশ কমিশনার নিয়োগ

নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরণ অনশনে যুবদল নেতা

বগুড়ায় দ্বিতীয় দিনেও বোলারদের দাপট

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ বিদেশি ওষুধসহ দুইজন গ্রেফতার

টুঙ্গিপাড়ায় যুব মহিলা লীগের দুই নেত্রী গ্রেপ্তার