ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ৩০ মে, ২০২৫, ১১:৫৬ রাত

বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিপক্ষের বাধায় নালিশি সম্পত্তির ধান জমিতেই নষ্ট হচ্ছে

বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিপক্ষের বাধায় নালিশি সম্পত্তির ধান জমিতেই নষ্ট হচ্ছে। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে নালিশী সম্পত্তির ধান জমিতেই নষ্ট হচ্ছে। ধান কাটার বিষয়ে কোর্টের আদেশ থাকলেও প্রতিপক্ষের বাধায় ধান কাটতে পারছেন না উপজেলার কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি গ্রামের ফেরদৌসী বেগম। এ বিষয়ে তিনি সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী ফেরদৌসী বেগমের সাথে, বরইকান্দি মৌজার ৭০ শতাংশ একটি জমি নিয়ে একই গ্রামের মৃত রাজা প্রধানের ছেলে ইউনুস আলীর সাথে বিবাদ চলমান রয়েছে।

জমিটি নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। এমতাবস্থায় কোর্টের আদেশে জমিতে বোরোধান রোপণ করেছেন ফেরদৌসী বেগম। বোরোধানগুলো পেকে গেলে তিনি তা কর্তন করার জন্য দিনমজুর ঠিক করেন। গত ১৫ মে দিনমজুর ধান কাটতে গেলে ইউনুস প্রাং বাধা প্রদান করে। পরে ফেরদৌসী বেগম ৯৯৯ এ পুলিশের কাছে ফোন করেন।

এরপর ফেরদৌসী বেগম এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। কিন্তু এ বিষয়ে এখনো তিনি কোনও ব্যবস্থা পাননি। ফলে জমিতেই ধান নষ্ট হয়ে যাচ্ছে। ফেরদৌসী বেগম বলেন, নালিশী সম্পত্তির ধান কেটে নিতে আমি সারিয়াকান্দি সহকারী জজ কোর্টের আদেশ প্রাপ্ত হয়েছি।

আরও পড়ুন

তারপরও আমাকে জমির ধান কাটতে দেয়া হচ্ছে না। আমার পরিবার সারাবছর এখন কি খেয়ে বাঁচবে। পুলিশের কাছে থেকেও এখনো কোনও সুরাহা পাচ্ছি না। ইউনুস আলী বলেন, নালিশী সম্পত্তির ধান আমি কাটতে নিষেধ করিনি। আমার প্রতিপক্ষ আমাকে ফাঁসাতে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিচ্ছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, বিষয়টি আমার এ মূহুর্তে স্মরণে নাই। এ বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি একটি দলের জিআই পণ্য : রাকসু ভিপি

রংপুরে কারাবন্দি ব্যবসায়ীর মৃত্যু

শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জমে উঠেছে খুলনা-রংপুরের চার দিনের ম্যাচ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিভিন্ন স্থানে দোয়া

বগুড়ার মোকামতলায় গাঁজাসহ তিন নারী গ্রেফতার

ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে দেশে শান্তি কায়েম করা হবে : এটিএম আজহারুল ইসলাম