ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ২৯ মে, ২০২৫, ০৩:২৫ দুপুর

ইউরোপের চারটি মেজর ট্রফি জয়ের বিরল কীর্তি চেলসি’র

ইউরোপের চারটি মেজর ট্রফি জয়ের বিরল কীর্তি চেলসি’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব পর্যায়ের টুর্নামেন্টে ইতিহাস গড়েছে চেলসি। রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে জিতেছে উয়েফা কনফারেন্স লিগ। তাতে প্রথম দল হিসেবে ইউরোপের ৪টি মেজর ট্রফি জয়ের কীর্তি গড়েছে তারা।

৯ মিনিটে আব্দে এজ্জাজুলির গোলে শুরুতে অগ্রগামিতা পেয়ে নিজেদের ফেভারিট ভাবতে শুরু করেছিল বেতিস। অথচ বল দখলে এগিয়ে ছিল চেলসি। কিন্তু কার্যকর সুযোগ তৈরিতে ব্যর্থ হচ্ছিল তারা। বেতিসও রক্ষণ সামলাচ্ছিল দারুণভাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে এসেই দৃশ্যপট পাল্টে দেয় এনজো মারেস্কার দল। ৫ মিনিটের ব্যবধানে দুই গোল ম্যাচের পরিস্থিতি বদলে দিয়েছে। ৬৫ ও ৭০ মিনিটে গোল করেছেন এনজো ফার্নান্দেস ও নিকোলাস জ্যাকসন। তাতে মূল ভূমিকা ছিল কোল পালমারের। তার পর ৮৩ মিনিটে দুরূহ কোণ থেকে গোল করে চেলসিকে নিরাপদ জায়গা নিয়ে যান বদলি খেলোয়াড় জর্ডান সানচো। যোগ হওয়া সময়ে স্কোর লাইন ৪-১ করেন ময়সেস কাইসেদো। 

আরও পড়ুন

এই শিরোপার ফলে ইউরোপিয়ান টুর্নামেন্টের সবগুলো ট্রফি ঘরে তোলার স্বাদ পেয়েছে চেলসি। জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ ও বিলুপ্তপ্রাপ্ত কাপ উইনার্স।  ২০২২ সালে টড বোয়েলির মালিকানায় আসার পর ক্লাবটির প্রথম শিরোপাও এটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-আগুন

সাভারে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেফতার

ফেনীতে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা অবসান : বিলে সই ট্রাম্পের

আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা