ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫ রাত

পাবনার আটঘরিয়ার নিখোঁজ ২ মাসের শিশু ১৬ ঘণ্টা পর আদমদীঘিতে উদ্ধার

পাবনার আটঘরিয়ার নিখোঁজ ২ মাসের শিশু ১৬ ঘণ্টা পর আদমদীঘিতে উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

আদমীঘি (বগুড়া) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া থেকে ২ মাসের শিশু আদিল হাসানকে নিঁখোজের ১৬ ঘণ্টা পর আদমদীঘি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া গ্রাম থেকে উদ্ধার ও রুনা আক্তার ওরফে রাবেয়া (৫২) নামে এক নারীকে আটকের মুছলেকায় ছেড়ে দেয়া হয়েছে।

জানা যায়, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দক্ষিণ হারুলপাড়া গ্রামের মামুন হাসানের ২ মাসের সন্তান আদিল হাসানকে গতকাল শনিবার বেলা ২ টায় মামুন হাসানের স্ত্রীর ফুপু একই গ্রামের মোতালেব আকন্দের মেয়ে প্রবাস ফেরত রুনা আক্তার রাবেয়ার কোলে দিয়ে সাংসারিক কাজ করছিল। শিশু পুত্রটিকে কোলে নিয়ে গোপনে আদমদীঘি উপজেলার মটপুকুরিয়া গ্রামে তার দ্বিতীয় স্বামী আইয়ুব আলীর বাড়িতে আসেন।

এদিকে সন্তানকে না পেয়ে তার বাবা মা হন্যে হয়ে খোঁজাখুঁজি করেন। রুনা আক্তার ওরফে রাবেয়াকে মোবাইল ফোনে যোগাযোগ করেও তার কোন সন্ধান না পেয়ে শিশুটির বাবা মামুন আটঘরিয়া থানায় একটি অভিযোগ করেন। মোবাইল ফোনের সুত্রধরে পরদিন আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় ওই শিশুর বাবা মা আদমদীঘি উপজেলার মটপুকুরিয়া গ্রামে আসেন।

সেখানে নিজের সন্তান শনাক্ত করলে গ্রামবাসির সহযোগিতায় রুনা আক্তার রাবেয়াকে আটক করে বেঁধে রাখেন। এরপর জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান। আদমদীঘি থানা পুলিশ সকাল ১০টায় ঘটনাস্থল মটপুকুরিয়া গ্রামে পৌঁছে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত রুনা আক্তার রাবেয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন

পরে শিশুকে তার বাবা মা‘র কাছে হস্তান্তর করে। রুনা আক্তার রাবেয়া গ্রামবাসির নিকট প্রথমে তার সন্তান বলে দাবি করলেও পরে শিশুটি তার সন্তান নয় এবং নি:সন্তান বলে লালন পালন করার জন্য শিশুটিকে গোপনে নিয়ে আসে। তবে এ ঘটনায় কেউ মামলা না করায় রাবেয়াকে মুছলেকানামা লিখে নিয়ে থানা থেকে ছেড়ে দেয়া হয়।

আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, যেহেতু আটঘরিয়া থানা এলাকার ঘটনা সেখানে আইনগত ব্যবস্থা নিবেন। এখানে শিশুটির অভিভাবক মামলা না করায় রাবেয়ার নিকট মুছলেকানামা লিখে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার আটঘরিয়ার নিখোঁজ ২ মাসের শিশু ১৬ ঘণ্টা পর আদমদীঘিতে উদ্ধার

চাঁদাবাজি একটি দলের জিআই পণ্য : রাকসু ভিপি

রংপুরে কারাবন্দি ব্যবসায়ীর মৃত্যু

শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জমে উঠেছে খুলনা-রংপুরের চার দিনের ম্যাচ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিভিন্ন স্থানে দোয়া

বগুড়ার মোকামতলায় গাঁজাসহ তিন নারী গ্রেফতার