ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৯ দুপুর

স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ড্র অনুষ্ঠানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হন ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারের। সেখানেই ঘটে বিপত্তি!

গত শুক্রবার ২০২৬ বিশ্বকাপের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ট্রফি হাতে নিয়ে মঞ্চে ওঠার সময় হাতে স্কালোনির গ্লাভস দেখা যায়। অথচ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ও কোচ খালি হাতেই ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। তবুও স্কালোনিকে গ্লাভস পরতে হয়েছে যে বিষয়টি নাকি জানতেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে কারণে গতকাল (শনিবার) পুরো টুর্নামেন্টের সূচি ঘোষণার সময় তিনি আলবিসেলেস্তে কোচের কাছে ক্ষমা চেয়েছেন। তার বক্তব্য শেষ হতেই ইনফান্তিনো আগেরদিনের প্রসঙ্গ তোলেন। গ্লাভস পরে বিশ্বকাপ ট্রফি ধরা স্কালোনিকে এবার সেটি স্পর্শ করতে বলেন খালি হাতে।

আরও পড়ুন

বিশ্বকাপজয়ী কোচের কাছে ক্ষমা চেয়ে ফিফা সভাপতি বলেন, ‘আমি ফিফার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, বিষয়টি (গ্লাভস পরে ট্রফি ধরা) জানতাম না। অবশ্যই বিশ্বচ্যাম্পিয়নরা (খালি হাতে) কাপ স্পর্শ করতে পারবেন। আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি তা জানতাম না।’ এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে ইনফান্তিনো বলতে থাকেন, ‘কি অপমানজনক বিষয়! আসলে আপনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিদিনই ক্রমশ তরুণ হয়ে উঠছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

চীনের বিরুদ্ধে জাপানের বিমানকে এফসি রাডারের নিশানার অভিযোগ

ট্রুডোর সঙ্গে কেটি পেরির ঘনিষ্ঠ ছবি প্রকাশ, নেটপাড়ায় তোলপাড়

এক বছরে টি-টোয়েন্টিতে ৮ সিরিজে ৫টি জয়, যা বললেন সালাউদ্দিন

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ছাড়ালো ৯০০