ভিডিও বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জে টেক্সটাইল মিলে তুলার স্ট্যাক ধসে স্টোর ইনচার্জ নিহত

সিরাজগঞ্জে টেক্সটাইল মিলে তুলার স্ট্যাক ধসে স্টোর ইনচার্জ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে একটি টেক্সটাইল মিলে সুতার গাট্টির স্ট্যাক ধসে পড়ে আহমেদ নাজির (২৮) নামে এক স্টোর ইনচার্জ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিলন্দা এলাকায় লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। নিহত আহমেদ নাজির সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর ব্যাপারি পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, লাভলু বাবলু কম্পোজিট মিলে তিন বছর ধরে স্টোর ইনচার্জের চাকরি করছিলেন আহমেদ নাজির। মিলের ভেতরে বিদেশ থেকে আনা তুলার গাট্টি (বেল্ট) ট্যাক দিয়ে রাখা ছিল। গতকাল শুক্রবার বিকেলে স্টোরকিপার আহমেদ নাজির সেখানে দায়িত্বরত ছিলেন। এ অবস্থায় স্ট্যাক ধসে বেশ কয়েকটি বেল্ট (গাট্টি) তার গায়ের ওপর পড়ে যায়।

এ সময় দায়িত্বরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর দাবি মিল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, সুতোর বেল্ট বাইরে স্ট্যাক দেওয়া ছিল।

আরও পড়ুন

সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন আহমেদ নাজির। হঠাৎ করেই ৪/৫টা গাট্টি তার গায়ে পড়ে। এতেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের লোকজনের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় আমরা মরদেহ হস্তান্তর করেছি। এবিষয়ে লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হংকংয়ের কাছে হার বাংলাদেশের

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

সংসদে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হলে হরতাল-অবরোধ কমবে: আখতার

কলকাতার ছবিতে না থাকার কারণ জানালেন তানজিন তিশা

দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: তারেক রহমান

স্বচ্ছ, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক সংসদ গঠনে বিএনপি বদ্ধপরিকর: শামা ওবায়েদ