ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৫, ১০:১১ রাত

সংসদে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হলে হরতাল-অবরোধ কমবে: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

জাতীয় সংসদে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষ হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি কমবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা করেন।

সংলাপে আখতার হোসেন বলেন, আমার ধারণা উচ্চকক্ষ ফাংশনাল হলে দেশে হরতাল-অবরোধের মতো যেসব কর্মসূচি আছে, সেগুলোর সংখ্যা কমবে। উচ্চকক্ষ পলিসি নির্ধারণের ক্ষেত্রে যারা সরকারি দলে থাকবেন তাদের যথেষ্ট ভাবার পরিবেশ তৈরি করবে। আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের জায়গা তৈরি হতে পারে।

আরও পড়ুন

উচ্চকক্ষে পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, অতীতে দেশে যে সাংবিধানিক সংকটগুলো তৈরি হয়েছিল, সেটা যেন ভবিষ্যতে আর তৈরি না হয়, সেজন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতি একটা রক্ষাকবজ হিসেবে কাজ করবে।

 আখতার হোসেন আরও বলেন, নিম্নকক্ষে যে বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা হবে, আইন প্রণয়ন করা হলে সে আইনটা কতটুকু ভালো হলো, কতটুকু খারাপ হলো সেই বিষয়গুলো নিয়ে উচ্চকক্ষে আলোচনার একটা দীর্ঘ সুযোগ আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে পরিকল্পনা লিটনের

দেশে এল তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ গাড়ি

মনোনয়নের খবর শুনে উল্লাসে লাফ, প্রাণ গেল বিএনপি নেতার

ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিলেন জোবাইদা রহমান