পদ্মা সেতুতে টোল থেকে তিন হাজার কোটি টাকা আয়
পদ্মা সেতু চালুর পর থেকে টোল আদায়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে। ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর পদ্মা সেতু দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করেছে। এর ফলে যানবাহন চলাচল ও রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বেড়েছে। যাতায়াতের সময় সাশ্রয়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও শিল্পপণ্য পরিবহনে এসেছে বড় পরিবর্তন।
আরও পড়ুনএছাড়া মাওয়া ও জাজিরা প্রান্তে স্থাপিত আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ও আরএফআইডি কার্ড ব্যবস্থার কারণে টোল আদায় আরও দ্রুত ও সহজ হয়েছে। এতে যানবাহনকে টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।
এই অর্জনের জন্য গাড়ির মালিক ও চালক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে যুক্ত কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1768919483.jpg)







