বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে খেলানোর ব্যাপারে আলোচনা করেনি আইসিসি
স্পোর্টস ডেস্ক : ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও স্কটল্যান্ডের সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সুযোগ এলে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন স্কটিশ ক্রিকেটাররা।
নিরাপত্তাজনিত কারণে আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে না পারার কথা আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের অনুরোধও করা হয়েছে। এই পরিস্থিতিতে টুর্নামেন্টে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরে রয়েছে স্কটল্যান্ড। ফলে বাংলাদেশের জায়গা খালি হলে তাদের নাম আলোচনায় আসছে।
তবে বিবিসি স্পোর্টস জানিয়েছে, এখনো পর্যন্ত আইসিসি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এদিকে বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে স্কটিশ ক্রিকেট কর্মকর্তারাও নিজ উদ্যোগে আইসিসি’র সঙ্গে আলোচনা শুরু করতে আগ্রহী নন।
গত গ্রীষ্মে ইউরোপ কোয়ালিফায়ারে চতুর্থ হয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট হারিয়েছিল স্কটল্যান্ড। ওই আসরে নেদারল্যান্ডস ও ইতালি দুটি স্থান নিশ্চিত করে। তবে স্কটল্যান্ডের ক্রিকেটাররা এখনো প্রস্তুতিতেই আছেন। মার্চে নামিবিয়া ও ওমানকে নিয়ে উইন্ডহুকে অনুষ্ঠেয় একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে ইতিমধ্যে অনুশীলনে ফিরেছেন তারা। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ দল বিশ্বকাপে ভারতে যাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের মধ্যে নেওয়া হতে পারে। এদিকে আইসিসির কাছে জানতে চাওয়া হয়েছে, কোনো দল সরে দাঁড়ালে বা বাদ পড়লে বিকল্প দল নির্বাচনের মানদণ্ড কী হবে।
আরও পড়ুনএর আগে রাজনৈতিক কারণে ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছিল আইসিসি। সে সময় বৈশ্বিক বাছাইপর্বে ‘পরবর্তী সেরা দল’ হিসেবে বিবেচিত হয়েছিল স্কটল্যান্ড। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪তম।
মন্তব্য করুন









