ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০২:৫৯ দুপুর

চিলিকে হারিয়ে টানা দুই আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল

চিলিকে হারিয়ে টানা দুই আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্স টুর্নামেন্টে নিজেদের দাপট অব্যাহত রাখল ব্রাজিল। রোববার চলতি আসরের ফাইনালে তারা ৬-২ গোলে শক্তিশালী চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই সঙ্গে প্রথম দুই আসরেই টানা শিরোপা জয়ের নজির গড়ে তারা।

জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটের ভিত্তিতে ২০২৫ সালে প্রথমবার কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্স নামের এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। সেভেন এ সাইড ফুটবলের এই টুর্নামেন্টের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবার ইতালিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিল ৬-২ গোলে হারিয়েছিল লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াকে। এবারও তাই হট ফেভারিটের ট্যাগ গায়ে মাখা ছিল ব্রাজিলের। ভক্ত-অনুরাগীদের হতাশ করেননি সেলেসাওরা। অ্যালিয়েঞ্জ পার্কে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও গ্যালারিতে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। যেখানে ৪১৩১৬ দর্শক গ্যালারিতে উপস্থিত হয়ে সরাসরি খেলা দেখে। এছাড়া গোটা দুনিয়ার ভক্ত-সমর্থকদেরও নজর ছিল এই ম্যাচ ঘিরে।

আরও পড়ুন

যেখানে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক ব্রাজিল। চিলির বিপক্ষে সেলেসাওরা এতটাই আক্রমণাত্মক ফুটবল খেলে যে ম্যাচের ৮ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ব্রাজিল পরের গোলটি পাওয়ার আগে চিলি অবশ্য দুই গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু দুই গোল হজম করার পর যেন স্বাগতিক দল আরও বেশি জ্বলে উঠে। শেষ দিকে চিলির জালে আরও তিনবার বল জড়ায় ব্রাজিল। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে শৈল্পিক ফুটবলের দেশ হিসেবে পরিচিত দেশটি। ফাইনাল ম্যাচ উপভোগ করতে এসেছিলেন দেশ-বিদেশের অনেক নামিদামি অ্যাথলেটসহ অন্য অঙ্গনের তারকারা। যার মধ্যে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবল রোনাল্ডো, নেইমার বেবেতো, জি রবার্তো, দ্যানিলসনের মতো তারকারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলিকে হারিয়ে টানা দুই আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল

ড্রোন উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া 

রেফারির আচরণে ক্ষুব্ধ বার্সা

নওগাঁর রানীনগরে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

গণভোটই নির্ধারণ করে দিবে কী চরিত্রের সরকার আমাদের হবে : উপদেষ্টা ফারুক ই আজম